Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিসিএমসি সফলতার গল্প
ছবি
ডাউনলোড

দিনাজপুর জেলার চিরিরবন্দরি উপজেলার আব্দুলপুর ইউনিয়নে এনএটিপি- ২ প্রকল্পের আওতায় ১৫ অক্টোবর ২০১৮ সালে পিও-এমএমসি সমবায় সমিতির আওতায় সিসিএমসি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু করে। কিন্তু বাজারজাতকরণের সময় নিজেস্ব পরিবহণ ব্যবস্থা না থাকায় পিও-এমএমসি সমবায় সমিতির কার্যক্রম পরিচালনা ব্যাঘাত সৃষ্টি হয়। কৃষক উৎপাদিত কৃষি পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে ফসলের ন্যায্যমূল্য পাওয়া যেত না ও অনেক পন্য সঠিক সময়ে বাজারজাতকরণের অভাবে নষ্ঠ হয়ে যেত। পিও-এমএমসি সমবায় সমিতির সদস্যগণ উপজেলা কৃষি অফিসে এনএটিপি প্রকল্পের আওতায় ট্রেনিং এ অংশ নিয়ে এআইএফ -২ এবং এআইএফ -৩ উপপ্রকল্প সম্পর্কে জানতে পারেন। পিও-এমএমসি সমবায় সমিতির সদস্যগণের সম্মতি ও আগ্রহের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসের সহায়তায় এআইএফ -৩ উপপ্রকল্প (পিকআপ ১টি, ব্যাটারিচালিত ভ্যান ১টি) প্রস্তাব দাখিল করা হয়। এআইএফ ৩ উপপ্রকল্পটি প্রকল্পকতৃক ৩০ জুন ২০২১ খ্রিঃ গৃহিত হয়।

এনএটিপি -২ প্রকল্প এবং হর্টেক্স ফাউন্ডেশন এর সহযোগিতায় সিসিএসি ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু করে। সিসিএমসির সদস্যগণ ব্রিধান -৩৪ হতে চাল উৎপাদন করে নিয়মিতভাবে মোড়কীকরণ ও বাজারজাতকরণ করে যাচ্ছে। এনএটিপি প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এআইএফ -৩ উপপ্রকল্পরে মাধ্যমে পিকআপ ১টি,ব্যাটারিচালিত ভ্যান ১টি পাওয়ায় কৃষিপণ্য বাজারজাতকরণ সহজ ও লাভজনক হয়েছে।

পিও-এমএমসি সমবায় সমিতি কতৃক উৎপাদিত ধানবীজের পরিমান ৭৬০মেঃটন। উৎপাদিত পন্যর প্রতি ইউনিট বাজার দর প্রায় ৩২০০০ টাকা। উৎপাদিত ধানবীজ থেকে পিও-এমএমসি সমবায় সমিতির বার্ষিক আয় প্রায় ২কোটি তেতাল্লিশ লক্ষ বিশ হাজার টাকা। ফসল উৎপাদন ব্যায় ১ কোটি ৫২ লক্ষ টাকা। উৎপাদন খরচ বাদ দিলে পিও-এমএমসি সমবায় সমিতির বাৎসরিক লাভ প্রায়  ৯১ লক্ষ টাকা। পিও-এমএমসি সমবায় সমিতির সদস্যগণ এই লাভের টাকায় অর্থিভাবে স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে। সমিতির সদস্যগন লাভের টাকা দিয়ে জমিক্রয় , জমি বন্দক, গরুছাগল ক্রয় ,গুদামঘর নির্মান, সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত ও পুষ্টিকর খাবার গ্রহন নিশ্চিত হয়েছে। এছাড়া সফল সমবায় সমিতি গঠন ,আত্মসামাজিক অবস্থার পাশাপাশি সমাজে নিজের সম্মানজনক অবস্থান তৈরী হয়েছে।

পিও-এমএমসি সমবায় সমিতির কার্যক্রমে অনুপ্রানিত হয়ে গ্রামের আরও প্রায় ৯৫ জন  লোক উন্নত প্রযুক্তি গ্রহনে অগ্রহী হয়েছে  এবং কৃষক উৎপাদিত পণ্য সিসিএমসি সেন্টার, দিনাজপুর রেলবাজার, বাহাদুর বাজার,আমবাড়িবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এআইএফ- ৩ উপপ্রকল্পরে মাধ্যমে প্রাপ্ত পিকআপ , ব্যাটারিচালিত ভ্যান সিআইজি ও ননসিআইজি কৃষকদের কৃষিপন্য বাজারজাতকরণে বিশেষ ভূমিকা পালন করে আসছে।