দিনাজপুর জেলার চিরিরবন্দরি উপজেলার ভিয়াইল ইউনিয়নের পূর্বভিয়াইল গ্রামে ২০০৯ সালে এনএটিপি- ২ প্রকল্পের আওতায় ভিয়াইল পুরুষ সিআইজি সমবায় সমিতির প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন ও স্থানীয় বাজারে বাজারজাতকরণ শুরু করে কিন্তু ফসল উৎপাদন খরচ বেশি বিশেষ করে জমি তৈরী, ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক সংকট ,শ্রমিকের উচ্চ মূল্যে ও বাজার সমন্বয়ের মত সমস্যায় পড়েন। ভিয়াইল সিআইজি সমবায় সমিতির সদস্যগণ উপজেলা কৃষি অফিসে এনএটিপি প্রকল্পের আওতায় ট্রেনিং এ অংশ নিয়ে উন্নতমানের বীজ উৎপাদন প্রযুক্তি, বীজ সংরক্ষন পদ্ধতি , এআইএফ -২ এবং এআইএফ -৩ উপপ্রকল্প সম্পর্কে জানতে পারেন। ভিয়াইল সিআইজি সমবায় সমিতির সদস্যগণের সম্মতি ও আগ্রহের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি অফিস, চিরিরবন্দর, দিনাজপুরের সহায়তায় সিআইজির সদস্যগণ ধান বীজ উৎপাদন শুরু করে ও এআইএফ -২ উপপ্রকল্প (পাওয়ার টিলার ২টি,টিলারের বডি ২টি,ফুটপাম্প ২টি ও ওজন স্কেল ২টি) প্রস্তাব দাখিল করে। এআইএফ- ২ উপপ্রকল্পটি প্রকল্পকতৃক ২০১৯ খ্রিঃ গৃহিত হয়।
এরপর থেকে ভিয়াইল সিআইজি সমবায় সমিতিকে আর পিছনে তাকাতে হয়নি। সিআইজি নিয়মিত বীজ উৎপাদন, সংরক্ষন ও বাজারজাতকরণ করে আসছে। সিআইজির সদস্যগণ ব্রিধান -২৯, ব্রিধান-৪৯, ব্রিধান-৫১, ব্রিধান-৩৪ ধানবীজ উৎপাদন, সংরক্ষন ও বাজারজাতকরণ করে যাচ্ছে। এনএটিপি প্রকল্প ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এআইএফ -২ উপপ্রকল্পরে মাধ্যমে পাওয়ার টিলার ২টি,টিলারের বডি ২টি,ফুটপাম্প ২টি ও ওজন স্কেল ২টি পাওয়ায় ধান বীজ উৎপাদন সহজ ও লাভজনক হয়েছে।
ভিয়াইল সিআইজি সমবায় সমিতিকে কতৃক উৎপাদিত ধানবীজের পরিমান ১২০ মেঃটন। উৎপাদিত পন্যর প্রতি ইউনিট বাজার দর প্রায় ৩৩০০০ টাকা। উৎপাদিত ধানবীজ বিক্রি থেকে সমবায় সমিতির বার্ষিক আয় প্রায় ৪০ লক্ষ টাকা। গত বোরো মৌসুমে সিআইজি ইসপাহানি এগ্রলিমিটেড ও বিএডিসি এর কাছে ৩০.৪ মে.টন ধান বীজ বিক্রি করেছে। চলতি রোপা আমনে স্কায়ার ফুড এন্ড বেভারেজ এর সাথে ব্রিধান-৩৪ এর ধান বীজ প্রদানের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সমবায় সমিতির সদস্যগণ এই লাভের টাকায় অর্থিকভাবে স্বচ্ছলতা বৃদ্ধি পেয়েছে। সমিতির সদস্যগন জমিক্রয় , জমি বন্দক, গরু ছাগল ক্রয় , সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত ও পুষ্টিকর খাবার মাছ,মাংস,ফলমূল গ্রহন নিশ্চিত হয়েছে। এছাড়া ভিয়াইল সিআইজি সমবায় সমিতিকে সফলভাবে পরিচালনা, নিয়মিত সঞ্চয়, একে অপরকে সহযোগিতা ,আত্মসামাজিক ও আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি সমাজে নিজের সম্মানজনক অবস্থান তৈরী করেছে।
ভিয়াইল সিআইজি সমবায় সমিতির কার্যক্রমে অনুপ্রানিত হয়ে গ্রামের আরও প্রায় ৪০ জন সদস্য বীজ উৎপাদন প্রযুক্তি গ্রহনে অগ্রহী হয়েছে এবং কৃষক উৎপাদিত বীজ বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি দিনাজপুর প্রভাতি অটোমিল,পুলহাট, তাওহিদা অটোমিল, পুলহাট ,আমবাড়ি বাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। ভিয়াইল সিআইজি সমবায় সমিতির কার্যক্রম ধীরে ধীরে সমপ্রসারিত হচ্ছে ও টেকসই লক্ষ্যমাত্রার অন্যতম লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র দূরকরণে অগ্রহণী ভূমিকা পালন করে আসছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস